“উপকুল হবে সবুজ দেয়াল” এমন শ্লেগানকে সামনে রেখে বৃক্ষ রোপনে নেমেছে বাংলাদেশ এসোসিয়েশন ফর ইনটেনসিভ ডেভলপমেন্ট (বিডিএআইডি) পটুয়াখালীর মহিপুর থানা শাখার সদস্যরা। বুধবার দুপুরে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়সহ মহিপুর থানার বিভিন্ন স্থানে শতাধিক ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন তারা। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে “বিডিএআইডির” পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাসান সিকদার ও সাধারণ সম্পাদক আল আমিন সিকদারের নির্দেশে এ বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, “বিডিএআইডি”র মহিপুর থানা শাখার সদস্য মোঃ তুহিন দেওয়ান, মোঃ রাসেল হাওলাদার, মোঃ আল আমিন ফরাজী। “বিডিএআইডি”র সদস্যরা এসময় বলেন, বিডিএআইডি একটি বেসরকারী সংস্থা। আমরা এ সংস্থার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলার বিভিন্ন স্থানে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করে আসছি। এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা ।