বুধবার , ২৮ আগস্ট ২০২৪ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৭ কিলোমিটার যানজট

প্রতিবেদক
Bulletin
আগস্ট ২৮, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় ২৭ কিলোমিটার সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে সকাল থেকেই থেমে থেমে চলছে বিভিন্ন যানবাহন। মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর থেকে গজারিয়া হয়ে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ ২৭ কিলোমিটার যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর এলাকায় সড়ক দুর্ঘটনা এবং গজারিয়া অংশে একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এছাড়া মহাসড়কে যানবাহনের অত্যধিক চাপ থাকায় স্বল্প সময়ের ভেতর প্রায় ২৭ কিলোমিটার অংশে যানজট তৈরি হয়। ফলে দীর্ঘ সময় যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

ভুক্তভোগীরা জানান, ফেনী, কুমিল্লা,নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা গুলোতে বানবাসী মানুষদের ত্রাণ দিতে দেশের বিভিন্ন জায়গা থেকে পিকআপ, ট্রাকসহ বিভিন্ন যানবাহন নিয়ে গিয়েছিলেন অনেকে। তবে ফেরার পথে মহাসড়কে যানবাহনের চাপ সৃষ্টি হাওয়ায় দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে তাদের। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লেনে যানজট থাকলেও ঢাকাগামী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

যানজটে আটকে পড়া আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, যানজট টা শুরু হয়েছে কুমিল্লার দাউদকান্দি থেকে। বিভিন্ন জেলায় বন্যা কবলিত মানুষকে ত্রাণ বিতরণ শেষে অনেক ফাঁকা গাড়ি ফিরছে রাজধানীতে এতে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

বিষয়টি নিশ্চিত করে,গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে প্রচুর মানুষ গাড়ি নিয়ে ঢাকা ফিরছেন। যানবাহনের অত্যধিক চাপে যানজট সৃষ্টি হয়েছে। কুমিল্লাগামী লেনে যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকাগামী লেনে যানজট রয়েছে। ঢাকামুখী কয়েকটি গাড়ি বিকল হয়েছে তাই আরও বেশি যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা রাখি রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

সর্বশেষ - রাজনীতি