চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন শিকারপুর এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন ২০ জনের অধিক।
২৯ আগস্ট (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে সিএমপির বায়েজিদ থানার নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে। এতে দুজন ভিকটিম মাটিতে পড়ে রয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (আইসি) মহিউদ্দীন সুমন।
তিনি জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।
তবে পড়ে থাকা দুজনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম মো. আনিস (৩৮)। তিনি পশ্চিম কুয়াইশ এলাকার ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে। অপরজন হলেন-মাসুদ কায়ছার (৩২)। তিনি হাটহাজারী ১৪নং শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ (বিল্লা বাড়ি) এলাকার মৃত মো. রফিকের ছেলে। এরা দুজনেই একই এলাকার।
অপর সূত্র বলছে, কুয়াইশ বুড়িশ্চর শেখ মো. সিটি কর্পোরেশন কলেজ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত অনেকেই চট্টগ্রাম এভার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন। কেন কি কারণে কি নিয়ে তাঁদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
বায়েজিদ থানা পুলিশ জানায়, ঘটনাটি বায়েজিদ থানা এলাকায় হলেও এরিয়াটি দেখাশুনা করে হাটহাজারী থানাধীন মদুনাঘাট ফাঁড়ি এলাকা।
বিস্তারিত আসছে…