বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের পত্রিকা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম ও জীবন
  6. একদিন প্রতিদিন
  7. কোভিড-১৯
  8. খেলা
  9. চাকরি
  10. চিত্র বিচিত্র
  11. জনপ্রিয় সংবাদ
  12. জাতীয়
  13. ডাক্তার আছেন
  14. দরকারি
  15. দৃষ্টিপাত

মৃত ছাত্রলীগ নেতার নামে মামলা, যা জানা গেল

প্রতিবেদক
Bulletin
সেপ্টেম্বর ৫, ২০২৪ ২:৩৮ পূর্বাহ্ণ

জামালপুরে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মৃত ছাত্রলীগ নেতার নাম শফিকুল ইসলাম। তিনি পৌর শহরের পালপাড়ার মৃত নুরুল মেম্বারের ছেলে। মৃত শফিকুল ইসলাম পৌর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জামালপুর থানায় পৌর শহরের ফুলবাড়িয়া দড়িপাড়া এলাকার হায়দার আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। মামলায় জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুসহ ৮৩ জনের নাম উল্লেখ করে ও ১৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়।

মৃত্যু সনদ যাচাই করে দেখা গেছে, ২০২২ সালের ২০ সেপ্টেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন শফিকুল। মৃত শফিকুলের ছোট ভাই রফিকুল জানান, প্রায় বিশ বছর আগে আবার বড় ভাই পৌর ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। তারপর দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন না। দুই বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। একমাত্র মেয়ে সন্তান নিয়ে ভাবি সংসার করছে। প্রতিবেশীরাও শফিকুলের দুই বছর আগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বাদী হায়দার আলী ও তার দুই সহযোগীকে অভিযুক্তরা মারধর করে আটত্রিশ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে বলা হয়েছে।

মামলার বিষয়ে মামলার বাদী হায়দার আলীর কাছে জানতে চেয়ে ফোন করা হলে তিনি জানান, সব কিছু মামলাতেই লেখা রয়েছে। এ ব্যাপার পরে কথা বলবেন না।

জামালপুর থানার ওসি মহব্বত কবির জানান, এ ব্যাপারে মামলার বাদী ভালো বলতে পারবে। যদি মৃত মানুষের নামে মামলা দেয়া হয়ে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

সর্বশেষ - রাজনীতি