শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উৎসব ২০২৩ এর টাকা জমা দেওয়ার ২ বছর পরেও হয়নি উৎসব। উৎসবের প্রথম তারিখ ১১ মে ২০২৩ ধার্য করা হলেও তা দফায় দফায় পিছনে যেতে থাকে, তবে উৎসবের নির্দিষ্ট তারিখ জানা যায়নি। উক্ত ঘটনায় স্কুল/উৎসবের কমিটির দায়িত্বের প্রতি আঙুল তুলছেন প্রাক্তন শিক্ষার্থীরা।